ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


21) কখন একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
A) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায়
B) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়
C) নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রায়
D) উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায়

22) আপেক্ষিক গুরুত্বকে অপর কোন রাশি দ্বারা চিহ্নিত করা হয়—
A) আপেক্ষিক ঘনত্ব
B) যোজ্যতা
C) চাপ
D) ঘাত বল

23) একটি বদ্ধ ঘরে রেফ্রিজারেটারের দরজা খুললে
A) নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত ঘর ঠাণ্ডা করা যায়
B) রেফ্রিজারেটারের ভিতরের উষ্ণতার চেয়ে ঘর ঠাণ্ডা হয়
C) ঘর অপেক্ষাকৃত গরম করা যায়
D) ঘর ঠাণ্ডা বা গরম করা যায় না

24) একটি সেকেন্ড দোলককে একটি রকেটে রাখা আছে। দোলকের দোলনকাল হ্রাস পাবে যখন রকেটটি—
A) ভূসমলয় কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে
B) সমবেগে উর্ধ্বাভিমুখে গমন করে
C) সমত্বরণে উৰ্বাভিমুখে গমন করে
D) সমত্বরণে নিম্নাভিমুখে গমন করে

25) কোনো তলকে মসৃণ করা হলে ঘর্ষণ গুণাঙ্কের কী পরিবর্তন হবে?
A) এটি দ্বিগুণ হবে
B) এটি অর্ধেক হবে
C) এটি অপরিবর্তিত থাকবে
D) কোনোটিই নয়

26) একটি গাড়ি হঠাৎ মোড় ঘুরলে গাড়িটি উলটে যায়। সেক্ষেত্রে গাড়ির
A) ভিতরের চাকা প্রথমে ভূমি ত্যাগ করে
B) বাইরের চাকা প্রথমে ভূমি ত্যাগ করে
C) উভয় চাকাই একই সঙ্গে ভূমি ত্যাগ করে
D) যে-কোন চাকাই প্রথমে ভূমি ত্যাগ করতে পারে

27) সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে কোথায় কোনো বস্তুর ওজনের পরিবর্তন হবে?
A) নিরক্ষীয় অঞ্চলে
B) 60° অক্ষাংশে
C) মেরুতে
D) কোথাও নয়

28) পৃথিবীর আকর্ষণ বেগ দ্বিগুণ হলে, উত্তর মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান হবে
A) দ্বিগুণ
B) অর্ধেক
C) অপরিবর্তিত
D)

29) যে পদার্থের মধ্য দিয়ে তাপীয় বিকিরণ যেতে পারে না, তাকে বলে—
A) কুপরিবাহী বস্তু
B) স্বচ্ছ বস্তু
C) তাপ অভেদ্য বস্তু
D) তাপ ভেদ্য বস্তু

30) টান করা টেলিগ্রাফ তারের ওপর একটি পাখি এসে বসল। তারে সৃষ্ট অতিরিক্ত টান—
A) পাখির ওজনের সমান
B) পাখির ওজনের বেশি
C) পাখির ওজনের কম
D) শূন্য

31) রেললাইনে ব্যাংকিং করা হয়, কারণ
A) প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যাতে লম্ব-প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশ থেকে পাওয়া যায়
B) ট্রেন যাতে বৃত্তপথের কেন্দ্রাভিমুখে পড়ে না যায়
C) ট্রেনের চাকা ও রেললাইনের মধ্যে যাতে ঘর্ষণবল উৎপন্ন না হয়
D) ট্রেনের ওজন যাতে কমে যায়

32) ভর স্থির রেখে ব্যাসার্ধ 10% কমে গেলে, অভিকর্ষজ ত্বরণের মান কী হবে—
A) 19% কমবে
B) 19% বাড়বে
C) 19% এর বেশি কমবে
D) 19%-এর চেয়ে বাড়বে

33) একটি আবদ্ধ স্থির তরলে চাপ দিলে তরলের মধ্যে চাপ
A) বাড়ে এবং তা তরলের সর্বত্র সঞ্চালিত হয়
B) কমে এবং পাত্রের দেয়ালে তা সঞ্চালিত হয়
C) তরলের ভরের সঙ্গে সমানুপাতী হয় এবং তরলে সঞ্চালিত হয়
D) অপরিবর্তিত অবস্থায় তরলের মধ্যে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালে লম্বভাবে ক্রিয়া করে

34) কোন্‌টি গৃহীত বা বর্জিত তাপের পরিমান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় নয়?
A) বস্তুর ভর
B) বস্তুর ক্ষেত্রফল
C) বস্তুর আপেক্ষিক তাপ
D) তাপমাত্রার পার্থক্য

35) 100° উয়তায় উদ্ভূত জলের কোন্ ভৌত অবস্থায় হাতে ফোস্কা পড়ে?
A) উত্তপ্ত বাতাস
B) জল
C) জলীয় বাষ্প
D) লীন তাপ

36) নক্ষত্রের তাপমাত্রা সম্পকীয় ধারণা কিসের ভিত্তিতে পাওয়া যায়?
A) নক্ষত্রের আয়তন
B) বিকিরণ বর্ণালি
C) পরিচলন পদ্ধতি
D) সংঘর্ষ

37) আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ মান কী হয়
A) 0.1
B) 1
C) 0.8
D) 0.01

38) যখন কোন বস্তুকে ওপরের দিকে তোলা হয়, তখন অভিকর্ষজ ত্বরণ হবে
A) নিম্নমুখী
B) উর্ধ্বমুখী
C) পাশের দিকে
D) মেরুতে

39) ঘরের ছাদের কাছে ভেল্টিলেটার রাখা হয়, কারণ—
A) শ্বাসপ্রশ্বাসের অক্সিজেন আসার জন্য
B) সূর্যালোক আসার সম্ভাবনা থাকে
C) মুক্ত বাতাসের পরিচলন স্রোত বজায় রাখার জন্য
D) কার্বন ডাই-অক্সাইড বাইরে বের করার জন্য

40) ইঞ্জিনের রেডিয়েটরে ঠাণ্ডা করার জন্য জল ব্যবহৃত হয়, কারণ—
A) ঘনত্ব কম
B) স্ফুটনাঙ্ক কম
C) উচ্চ তাপগ্রাহিতা
D) সহজলভ্য